মাঠ পর্যায়ে আধুনিক ধান চাষে রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য আদান- প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবস্থাপনার পাশাপাশি যথাযথ আধুনিক পদ্ধতির অপ্রতুলতা ও ফিডব্যাক ব্যবস্থা না থাকার কারণে কৃষক কাঙ্খিত ফলন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। রোগ ও পোকামাকড় থেকে ধানের ক্ষতি হ্রাসকরণ এবং ধানের ফলন বৃদ্ধিতে সামগ্রিকভাবে ৪র্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি প্রয়োগ সম্পর্কে নির্দেশনা রয়েছে। ফলে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গবেষক ও কৃষক বান্ধব ডায়নামিক মোবাইল ও ওয়েব অ্যাপস এবং ড্যাশবোর্ড তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অ্যাপসটি Google Play Store ও Apple App Store এ “Rice Solution” লিখে সার্চ করে অ্যান্ড্রোয়েড ও আইফোন ব্যবহারকারীগণ উভয়ই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এছাড়া ব্রি’র ওয়েবসাইটের অভ্যন্তরীণ ই-সেবা মেনু লিংক থেকে Goolge play store এর জন্য (https://play.google.com/store/apps/details?id=com.brriapps) ও Apple App Store এর জন্য (https://apps.apple.com/us/app/rice-solution/id1663661762) ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
আগামীতে ৪র্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে খাদ্যের উৎপাদন বৃদ্ধিকল্পে ব্রি’র পক্ষ থেকে ধানের রোগবালাই ব্যবস্থাপনা সংক্রান্ত ইমেজ এনালাইসিসভিত্তিক একটি মোবাইল অ্যাপস ও ড্যাশবোর্ড তৈরি করে সাধারণ মানুষের হাতের মুঠোয় নিয়ে যাওয়ার উদ্যোগ মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প, আইসিটি বিভাগ নেয়া হয়েছে। ফলে আগামীতে দেশের খাদ্য নিরাপত্তায় এ ধরণের উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে।